শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

শিরোনাম
সাধারণ শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার সমন্বয় করা না হলে মানুষ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে। ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন স্বার্থে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫

ফ্যাসিবাদের মূলোৎপাটনে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আলী আহসান রবি / ১১৯ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদের মূলোৎপাটনে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। সোমবার (২১শে জুলাই) ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ উপলক্ষ্যে যাত্রাবাড়ির জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক সমাবেশে তিনি একথা বলেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই সমাবেশের আয়োজন করে।

জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান স্মরণ করে তিনি বলেন, এই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা সামনে থেকে লড়াই করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে অনেক মাদ্রাসা শিক্ষার্থী শহিদ হয়েছেন। উপদেষ্টা শহিদ মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, মাদ্রাসা শিক্ষার্থী, আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে।

আওয়ামী সরকারের গত ১৫ বছরের শাসনামলে আলেম সমাজের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের প্রতি বিদ্বেষ রাষ্ট্রীয় নীতিতে পরিণত করা হয়েছিল। ওই সময় মাদ্রাসা শিক্ষার্থীদের আলাদাভাব ট্রিট (মূল্যায়ন) করার একটি প্রবণতা ছিল। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ওই দিন রাতে নির্বিচারে গুলি করে ৬০-৭০ বা এর চেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষ আহত হয়েছেন।

মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নবিজির আখলাক (চরিত্র) থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করতে হবে। তিনি আরও বলেন, “কাউকে আমরা যেন মজলুম না বানাই। আমরা মজলুম ছিলাম, আমরা যেন জালিম না হয়ে যাই।” তিনি যেকোনো জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *