রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনাম
রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন ধানমন্ডিতে দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজন গ্রেফতার গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন গণঅধিকার পরিষদের নেতাকর্মী কর্তৃক ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব SAHR প্রতিনিধিদলের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ গণ অধিকার পরিষদের রাশেদ খান নুর এর ওপর হামলাকারীর পরিচয় জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি মাননীয় প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২

গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলায় পলাতক আসামি জানে আলম অপু গ্রেফতার

আলী আহসান রবি৷ - সিনিয়র রিপোর্টার / ১০০ পাঠক
প্রকাশকাল রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলার ঘটনায় পলাতক জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক।

শুক্রবার (১ আগস্ট ২০২৫ খ্রি.) সকালে রাজধানীর ওয়ারীর গোপীবাগ এলাকা হতে তাকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস টিম। অপুকে সহ এই মামলায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হলো।

ডিএমপির গুলশান থানা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় জানে আলম অপু ও মোঃ আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ নামে দুইজন নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহম্মেদ এর গুলশানের বাসায় গিয়ে ফ্যাস্টিটের দোসর অ্যাখ্যা দিয়ে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদেরকে পুলিশে দেওয়ার হুমকি প্রদান করা হয়। এ সময় শাম্মী আহম্মেদ এর স্বামী তাদের হাতে নগদ ১০ লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে ১৯ জুলাই রাত আনুমান ১০:৩০ ঘটিকার সময় বাকি টাকার জন্য পুনরায় ওই বাসায় গিয়ে হুমকি প্রদান করে আসে। ২৬ শে জুলাই বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকার সময় ১৫/২০ জন সহ আবারো তারা উক্ত বাসায় যায় এবং চাঁদার অবশিষ্ট ৪০ লক্ষ টাকা দাবি করে। এ সময় শাম্মী আহম্মেদ এর স্বামী সিদ্দিক আবু জাফর ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে অবহিত করলে গুলশান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল হতে ১। আব্দুর রাজ্জাক রিয়াদ, ২। মো. সাকাদাউন সিয়াম, ৩। সাদমান সাদাব, ৪। ইব্রাহীম হোসেন মুন্না ও ৫। মো. আমিনুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় ঘটনার সাথে জড়িত জানে আলম অপু সহ অন্যান্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় গুলশান থানায় চাঁদাবাজির একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *