শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা রক্তচোষা গ্রুপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২

যৌথ অভিযানে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক ।

সিকান্দার আলী / ২৬৪ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

মিরপুর ট্রাফিক বিভাগের প্রসিকিউশন শাখায় দুজন ব্যক্তি ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে এলে দেখা যায়, তাদের উপস্থাপিত জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স কাগজে পূর্ব থেকেই জাল সিল ও স্বাক্ষর রয়েছে, প্রশিকিউশন ইনচার্জ বিষয়টি প্রথমে নজরে আনেন, যিনি তাদের ডকুমেন্ট যাচাই করে সন্দেহজনক মনে করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিসি ট্রাফিক মিরপুর জনাব গৌতম কুমার বিশ্বাস স্যার-এর নজরে আনেন।

জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেন, তারা বিআরটিএ সংলগ্ন একটি কম্পিউটার দোকান থেকে ৭০০ টাকার বিনিময়ে ‘জিডি ও ক্লিয়ারেন্স প্যাকেজ’ কিনেছেন। প্রতারক চক্র জানত না, তাদের জমা দেওয়া গাড়ির বিরুদ্ধে মামলা রয়েছে, যার ফলে বিআরটিএ থেকে তাদের ক্লিয়ারেন্স বাতিল করে পুনরায় ট্রাফিক অফিসে পাঠানো হয়।

বিষয়টির গভীরতা বিবেচনায় ডিসি ট্রাফিক মিরপুর স্যার তাৎক্ষণিক প্রাথমিক অনুসন্ধান পরিচালনা করে সত্যতা নিশ্চিত করেন এবং একটি টিম গঠন করে অভিযানের নির্দেশনা দেন।

অভিযানে সহায়তা করেন মিরপুর আর্মি ক্যাম্পের সিও মহোদয়, যাঁর নির্দেশে একটি সামরিক টিম অভিযানে সাপোর্ট প্রদান করে।

যৌথ অভিযানে জালিয়াতি চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ভুয়া ডকুমেন্টস, সিল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

পরবর্তীতে আটককৃতদের বিআরটিএ আদালত-০৯ এর ম্যাজিস্ট্রেট জনাবা তাসমিয়া জাইগীর এর নিকট হাজির করা হলে, তিনি উক্ত দুই প্রতারককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মিরপুর ট্রাফিক বিভাগ জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

সাধারণ জনগণকে অনুরোধ, কেউ যেন দালাল বা অবৈধ পন্থার আশ্রয় না নেন, সরকারি যেকোনো সেবা গ্রহণে নির্ধারিত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *