বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে –তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি প্রকৌশলীদের পরিবেশগত দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অনানুষ্ঠানিক শ্রমিকদের সংখ্যা অত্যধিক হলেও তাদের অধিকাংশই স্বীকৃতির বাইরে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের সকাল ৮ ঘটিকা থেকে ৯:৩০ ঘটিকার মধ্যে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। বিজিবি’র অভিযানে নভেম্বর-২০২৫ মাসে ১৬৮ কোটি ৩৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ খিলক্ষেতে অপহৃত ভিকটিম উদ্ধার: অপহরণ কাজে ব্যবহৃত গাড়িসহ গ্রেফতার সাতজন

GAIN এর ‘স্বপ্ন’ প্রকল্পের অগ্রগতি দেখতে হা-মীম গ্রুপের কারখানা পরিদর্শন করলেন – শ্র্রম সচিব

সিকান্দার আলী / ২০৭ পাঠক
প্রকাশকাল বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভডনিউট্রিশন (GAIN) এর পুষ্টি উন্নয়ন বিষয়ক ‘স্বপ্ন’ প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণের আজ বৃহস্পতিবার টঙ্গী অঞ্চলে অবস্থিত হা-মীম গ্রুপের ক্রিয়েটিভ কালেকশন লিমিটেড কারখানা সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শ্রম সচিব কারখানার শ্রমিক, কর্মকর্তা ও মালিক পক্ষের সমন্বয়ে গঠিত পুষ্টি উন্নয়ন কমিটির সাথে মতবিনিময় করেন এবং প্রকল্পের সাফল্য ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ ‘পুষ্টি বন্ধু’ (শ্রমিক প্রতিনিধি) এর সাথেও তাদের অভিজ্ঞতা শোনেন।

সচিব আরও বলেন, শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ‘স্বপ্ন’ প্রকল্প একটি মডেল হিসেবে কাজ করছে। শ্রমিকরা দেশের অর্থনীতির মেরুদণ্ড; তাদের পুষ্টি নিশ্চিত করতে এই উদ্যোগ অন্যান্য শিল্পখাতেও সম্প্রসারণ করা প্রয়োজন।

পরবর্তীতে শ্রম সচিব কারখানার অভ্যন্তরে স্থাপিত ন্যায্য মূল্যের দোকান পরিদর্শন করেন। GAIN-এর কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই দোকান থেকে শ্রমিকরা সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য পাচ্ছেন।

GAIN এর কান্টি ডিরেক্টর বলেন, স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে পুষ্টিবান্ধব পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। সরকারের সহযোগিতায় এ প্রকল্পকে আমরা এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুর জেলার কর্মকর্তাবৃন্দ, হা-মীম গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *