সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নুরুল হকের উপর এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয় -উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে ৬,৩৪০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে -র‍্যাব ২ নূরুল হককে দেখতে ঢামেক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ধর্ম উপদেষ্টার সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দেশজুড়ে অভিযান: নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা সিলগালা, জরিমানা ও সতর্কীকরণ কার্যক্রম পরিচালিত গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি মোবাইল ফোন শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের গয়জদ্দিন আকন কান্দিতে প্রকাশ্য দিবালোকে মধ্যবয়সী নারীকে বেআইনিভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন

জাতীয় ঐক্য সুসংহত করতে রাজনৈতিক দলগুলোর প্রয়োজন সংলাপ’

মোঃ সিকান্দার আলী / ১৮৫ পাঠক
প্রকাশকাল সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

জাতীয় ঐক্য সুসংহত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ জরুরি বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির আবদুল বাছিত।

শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ‘বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজ ক্ষমতার বন্দোবস্ত নিয়ে, অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে একধরনের স্নায়ুযুদ্ধ চলছে। নিজেদের মধ্যে বিবাদ কমিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টিতে ঐক্যবদ্ধ কিছু প্রয়াস দেশের স্বার্থে এখন খুবই গুরুত্বপূর্ণ।

আবদুল বাছিত আজাদ বলেন, ৫ আগস্ট পরবর্তী জনআকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণের প্রথম কাজ ছিল ফ্যাসিবাদ ও সব দোসরদের বিচার করা। ফ্যাসিবাদ ফিরে আসার সব রাস্তা বন্ধ করা। জাতীয় ঐক্য সুসংহত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ জরুরি। দেশের সব সংস্কারে সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে। সংস্কারে দীর্ঘ সময়ে নয় আবার রাতারাতি নির্বাচনও দেশের মানুষ চায় না। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর আন্তসংলাপ ও ঐক্যবদ্ধ ঘোষণার জন্য জাতি অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে কুরআন সুন্নাহর আদর্শের দিকে সবাইকে ফিরে আসতে হবে। খেলাফত ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা যুগে যুগে বৈষম্যের অবসান ঘটিয়েছে। আমাদের এই মুহূর্তে দরকার দেশের সার্বভৌমত্বের জন্য ঐক্য এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য ঐক্য। 

ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেন ও মহানগরী উত্তর সাধারণ সম্পাদক অধ্যক্ষ আজিজুল হকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, খেলাফত মজলিস যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, গণ অধিকার পরিষদ ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন শাকিল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *